back to top
শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

| ২রা মাঘ, ১৪৩২

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার আসনগুলোতে মনোনয়ন জমা, বিকল্প প্রার্থীরাও জমা দিচ্ছেন

নিউজ ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে তার জন্য মনোনয়ন সংগ্রহ করা হয়েছিল। সোমবার এই তিন আসনে তার পক্ষে থেকে মনোনয়ন জমা দেওয়া হয়। তবে, কোনো কারণে বিএনপির চেয়ারপারসন নির্বাচনে অংশ নিতে না পারলে তার জন্য এসব আসনে বিকল্প প্রার্থীও রাখা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফশিলের প্রজ্ঞাপন অনুযায়ী, আজ ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন তাঁর নির্বাচনী সমন্বয়ক মুন্সি রফিকুল আলম, দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ওরফে ভিপি জয়নাল। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রেহানা আক্তার রানু, আবু তালেব, শাহানা আক্তার শানু, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত ছিলেন। একই আসনে ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক ও খালেদা জিয়ার নির্বাচনী সমন্বয়ক মুন্সি রফিকুল আলম ওরফে মজনুও বিএনপির প্রার্থী হিসেবে তাঁর মনোনয়নপত্র জমা দেন।

বগুড়া-৭ (শাহজাহানপুর-গাবতলী) আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। তবে এই আসনে ‘বিকল্প প্রার্থী’ হিসেবে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ ছাড়া বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটেরও প্রার্থী। সেখানেও ‘বিকল্প প্রার্থী’ হিসেবে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ ছাড়া বগুড়া-১ (সারিয়াকান্দী-সোনাতলা) আসনে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেখানে সোনাতলা উপজেলার বিএনপির সভাপতি আহসান তৈয়ব জাকিরও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া বগুড়া-১ এবং বগুড়া-২ আসনের প্রার্থীদের বিষয়ে ঋণখেলাপের কথা ওঠেছে। সে কারণে কোনো ঝুঁকি না নিয়ে বিকল্প প্রার্থী দিয়ে রাখা হয়েছে। যেহেতু আরও সময় আছে। তখন সিদ্ধান্ত নেওয়া যাবে।

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে গতকাল জেলা বিএনপির নেতৃবৃন্দ মনোনয়নপত্র দাখিল করেছেন। কিন্তু তিনি অসুস্থ থাকায় আসনটিতে বিকল্প প্রার্থী হিসেবে মনোনীত করা হয় সৈয়দ জাহাঙ্গীর আলমকে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াই টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলামের কাছে সৈয়দ জাহাঙ্গীর আলম তার মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। 

আরও পড়ুন