back to top
শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

| ২রা মাঘ, ১৪৩২

সর্বাধিক পঠিত

ছবিটির পেছনের গল্প ভিন্ন: সুনেরাহ্

বিনোদন প্রতিবেদক

সোমবার (২২ ডিসেম্বর) থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে অভিনয়শিল্পী আরশ খান ও সুনেরাহ্ বিনতে কামালের একটি রোমান্টিক ছবি। ছবিটি প্রকাশের পরপরই ভক্ত ও সহকর্মীদের মন্তব্য জমা হচ্ছে। কেউ অভিনন্দন জানাচ্ছেন, কেউ শুভকামনা জানিয়ে আবেগ প্রকাশ করছেন। আবার কেউ কেউ লিখছেন, ‘নাটকের দৃশ্য’। একটি ছবি—আর তাতেই শুরু নানা রকম ব্যাখ্যা ও গুঞ্জন। সুনেরাহ্ জানালেন ছবিটির পেছনের গল্প ভিন্ন।

সুনেরাহ্ বলেন, ‘বেশ কিছুদিন আগে আমরা থাইল্যান্ডে গিয়েছিলাম। সেখানে একসঙ্গে ছয়টি নাটকের শুটিং করেছি। সব নাটকেই সহশিল্পী ছিলেন আরশ খান। শুটিংয়ের ফাঁকে সাধারণত ছবি তোলা হয় না। একটি দৃশ্যধারণের সময় এই ছবি তোলা হয়েছিল। ছবিটা আমার খুব ভালো লেগেছিল, তাই ফেসবুকে পোস্ট করি। এরপর কে কী লিখছেন বা বলছেন—সেসব আমি জানি না। আমি পুরোপুরি শুটিং নিয়েই ব্যস্ত।’

তানিম রহমান অংশুর সঙ্গে নাটক, নাকি ওটিটির কোনো কাজ—এ প্রশ্নে সুনেরাহ্ আপাতত রহস্যই বজায় রাখলেন। ‘এটা একটা সারপ্রাইজ। এখনই কিছু বলতে চাই না। তবে খুব শিগগির কাজটি মুক্তি পাবে। কাজটি নিয়ে আমি দারুণ আশাবাদী। মনের মতো একটি কাজ করেছি’, বলেন তিনি।

১৮ ডিসেম্বর নেপালে যান সুনেরাহ্ বিনতে কামাল। আজ শুটিং শেষ করে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন