back to top
শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

| ২রা মাঘ, ১৪৩২

সর্বাধিক পঠিত

জুলাই সনদ বাস্তবায়নের পরই নির্বাচনে যাবে এনসিপি

নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন সম্পন্ন হওয়ার পরই তার দল নির্বাচনের পথে এগোবে।

শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম (ইউটিএফ)-এর আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, সনদে কোনো মতভেদের অবকাশ নেই। যে অংশে ঐকমত্য হয়েছে, সেটিই বহাল থাকবে; বাকিটা জনগণ নির্ধারণ করবে।

নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সক্রিয় হস্তক্ষেপে জুলাই চার্টার বাস্তবায়নের আহ্বান জানিয়ে আশা প্রকাশ করেন যে আসন্ন নির্বাচন জুলাই সনদের আইনগত কাঠামোর ভিত্তিতেই অনুষ্ঠিত হবে—যা ছাত্রনেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের চেতনার প্রতিফলন ঘটাবে।

তিনি আরও বলেন, আমরা চাই আগামী সংসদ ও সংস্কার পরিষদে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘু ও বিভিন্ন পেশাজীবী শ্রেণির প্রতিনিধিত্ব থাকুক, যাতে জুলাই সনদের চেতনা বাস্তবায়িত হয়।

নিজের পূর্ববর্তী অবস্থান পুনর্ব্যক্ত করে নাহিদ ইসলাম আরও বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়েছি—জুলাই সনদের আদেশ অবশ্যই ড. মুহাম্মদ ইউনূসের মাধ্যমেই জারি করতে হবে। নির্বাচনের আগে আমাদের মূল দাবি হলো নির্ধারিত গণভোট অনুষ্ঠিত করা।

তিনি জানান, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সবাইকে আসন্ন সংসদে প্রতিনিধিত্ব দিতে হবে। সেই সংসদ থেকেই একটি সংস্কার পরিষদ গঠন করা হবে, যা নতুন সংবিধান প্রণয়নের কাজ করবে।

নাহিদ ইসলাম আরও বলেন, শিক্ষকরা অবশ্যই এই প্রক্রিয়ার অংশ হবেন, এবং এনসিপি তা নিশ্চিত করবে।

জুলাই অভ্যুত্থানে শিক্ষকদের ভূমিকা স্মরণ করে তিনি বলেন, শিক্ষকদের অবদান জাতি চিরকাল মনে রাখবে। গত ১৬ বছর ধরে শিক্ষাক্ষেত্রে পদোন্নতি নির্ভর করেছে রাজনৈতিক আনুগত্যের ওপর, যা ফ্যাসিবাদী কাঠামোকে টিকিয়ে রেখেছে। ব্যক্তিমন ও সমাজের মানসিকতার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ দূর করা সম্ভব নয়।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সিরাজুল ইসলামকে আহ্বায়ক এবং ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীম হামিদিকে সদস্য সচিব করে ইউটিএফের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আলোচনা সভায় অধ্যাপক সিরাজুল ইসলাম ইউটিএফ ঘোষণাপত্র পাঠ করেন এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন