back to top
শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

| ২রা মাঘ, ১৪৩২

সর্বাধিক পঠিত

শরিকদের আসন শিগগিরই ঘোষণা করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরিক দলগুলোর জন্য আসন ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএনপি। আলোচনার পর শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির।

রোববার (২১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির পরামর্শক্রমে তালিকা চূড়ান্ত করবে। আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এ তালিকা জানানো হবে।

বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ঠসূত্র বলছে, আজ রাতের মধ্যেই তিনশ’ আসনের মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি। দলের প্রার্থী ও যুগপতে যুক্ত শরিকদের সঙ্গে আসনমীমাংসাও সেরে নিয়েছেন নেতারা। কাল সোমবার ঘোষণা হতে পারে। 

ইতোমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দফায় ২৭২টি আসনের প্রার্থীর কথা জানিয়েছেন। ইতোমধ্যে কিছু আসনে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। 

যদিও স্থায়ী কমিটির একাধিক সদস্য এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে কিছু জানাতে নারাজ। তারা দাবি করেছেন, কেবলমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানই এখন চূড়ান্ত বিষয়টি জানেন। 

বাংলা ট্রিবিউনের এই প্রতিনিধি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপকালে ধারণা পেয়েছেন, কিছু আসনে পরিবর্তন আসবে। কোনও প্রার্থিকে বসিয়ে নতুন কাউকে দেওয়া হবে। 

একটি জোটের প্রধান বলেছেন, বিএনপি আসন ছাড়ছে না। কারণ, বিএনপি পুরো নির্বাচনে মেজরিটি নিয়ে সরকারে আসতে চায়। শরিক দলকে আসন দিলে যারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে না, তাদের বিজয় নিয়ে সন্দেহ আছে, তাই অনেকে বিএনপিতে যোগ দিয়ে প্রার্থিতা করবেন। 

ইতোমধ্যে লক্ষ্মীপুর-১ আসন থেকে মনোনীত নেতা শাহাদাত হোসেন সেলিম নিজের গড়া বাংলাদেশ এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ১২ আসন থেকে প্রত্যাশী সাইফুল হক জানান, তিনি আশা করছেন, ঢাকা ১২ তে ধানের শীষ প্রতীক দেওয়া হবে না। 

এছাড়া মাহমুদুর রহমান মান্না, জোনায়েত সাকি সমর্থনের বিষয়ে নিশ্চিত হয়েছেন বলে গণতন্ত্র মঞ্চের সূত্র জানায়।

আরও পড়ুন