নিউজ ডেস্ক
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোববার (০৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব।
আজ তিনি ঢাকা-১০ আসনের ভোটার হতে নির্বাচন কার্যালয়ে যান। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, কবে নাগাদ পদত্যাগ করব, তা সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করবেন কি না—এমন প্রশ্নে তিনি জানান, ঢাকা থেকে নির্বাচন করব, এটা মোটামুটি নিশ্চিত। নিজের ভোট ঢাকায় এনেছি যেন অপচয় না হয়। কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করব, তা এখনো চূড়ান্ত হয়নি।
কোন দলের হয়ে প্রার্থী হবেন জানতে চাইলে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্রভাবে নির্বাচন করার। পরে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব।
তিনি আরও বলেন, আমার কারও সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। কে কোন আসন ফাঁকা রাখল, সেটা আমার বিষয় নয়। সিদ্ধান্ত এককভাবে, ব্যক্তিগতভাবে নেব।
ঢাকা-১০ আসনের ভোটার হওয়া প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, সরকার থেকে পদত্যাগের পর ধানমন্ডি এলাকায় থাকার পরিকল্পনা আছে। যেখানে থাকব, সেখানেই ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছি।

