back to top
শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

| ২রা মাঘ, ১৪৩২

সর্বাধিক পঠিত

‘ইসলামপন্থার একবক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান’

নিজস্ব প্রতিবেদক

জাতি ও  ইসলামপন্থার ‘একবক্স নীতি’ বহাল রাখতে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নীতির রূপরেখা ও ধরন কেমন হবে, তা শিগগিরই স্পষ্ট করা হবে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে দলের এক জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ‘আমাদের পারস্পরিক আলোচনা চলমান। ইনশাআল্লাহ দ্রুতই একবক্স নীতির রূপরেখা ও ধরন পরিষ্কার হবে।’

রাজনৈতিক মহল, সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে এই নীতি নিয়ে যে বিপুল আগ্রহ তৈরি হয়েছে, তাকে দেশ ও ইসলামের জন্য প্রেরণাদায়ক বলে উল্লেখ করেন মাওলানা গাজী আতাউর রহমান। তিনি আশা প্রকাশ করে বলেন, এর মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ হবে।

এর আগে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (পীর সাহেব চরমোনাই) সভাপতিত্বে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। 
বৈঠকে উপস্থিত ছিলেন– দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই), সভাপতিমণ্ডলীর (প্রেসিডিয়াম) সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন– অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান ও মাওলানা আহমদ আব্দুল কাইয়ুমসহ দলের কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন