ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ-হংকং ম্যাচ দেখতে। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকতে হলে হংকং চায়নার বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই বাংলাদেশের সামনে। পূর্ণ পয়েন্ট অর্জনই একমাত্র লক্ষ্য কোচ হাভিয়ের ক্যাবরেরার।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) কাই তাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচটি।
এর আগে ঢাকায় অনুষ্ঠিত হওয়া প্রথম লেগের ম্যাচে গোলের বন্যা হলেও শেষ পর্যন্ত ৪–৩ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। সেই ম্যাচের একাদশ নির্বাচন নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। বিশেষ করে শমিত সোম, জামাল ভূঁইয়া, ফাহমিদুল ইসলাম ও জায়ান আহমেদ দ্বিতীয়ার্ধে বদলি নেমে ম্যাচে নাটকীয়তা ফেরান। তাদের একাদশে অন্তর্ভুক্তির দাবি জোরালো হচ্ছে।
এই প্রসঙ্গে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, কে খেলবেন, কে খেলবেন না— এই সিদ্ধান্ত কোচদের। স্কোয়াডে ২৩ জন খেলোয়াড় আছে, সবাই মাঠে নামতে চান। তবে সিদ্ধান্তটা কোচই নেবেন। আমার নিজস্ব মতামত থাকলেও তা এখানে বলব না।
হামজা-শমিতদের খেলা দেখতে তারা মুখিয়ে আছেন। স্টেডিয়ামে বসে খেলাটি সবাই না দেখতে পারলেও দেশজুড়ে মানেুষ টিভি পর্দার সামনে বসে কিংবা অনলাইনে কোন স্ট্রিমিং প্ল্যাটফর্মের সামনে বসে বাংলাদেশ দলকে উৎসাহ দিয়ে যাবেন। যদিও দেশের ফুটবলপ্রেমীদের জন্য হতাশার খবর হলো— এ ম্যাচটি কোনো টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না। এর আগে ঢাকায় অনুষ্ঠিত প্রথম ম্যাচটি টেলিভিশনে সম্প্রচারিত হলেও এবার কেউ এই ম্যাচ দেখাচ্ছে না।
কিন্তু ভক্তদের জন্য বিকল্প ব্যবস্থা থাকছে। মাত্র ২৫ টাকায় সাবস্ক্রিপশন নিয়ে অনলাইনে বা মোবাইল ডিভাইসে ম্যাচটি দেখা যাবে বঙ্গবিডি (BongoBD) প্ল্যাটফর্মে। অর্থাৎ টিভিতে না দেখলেও স্মার্টফোন বা কম্পিউটারে বসেই দেখা যাবে এই গুরুত্বপূর্ণ লড়াই।
উল্লেখ্য, বাংলাদেশের জয়ের প্রত্যাশায় প্রহর গুনছেন ফুটবলপ্রেমীরা। এখন দেখার পালা, হংকং চায়নার বিপক্ষে জয় তুলে নিতে পারে কি না লাল-সবুজের প্রতিনিধিরা।